বেরোবিতে সাংবাদিকের উপর হামলা

দোষীদের শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীর মানববন্ধন
সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীর মানববন্ধন  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী মাহমুদুল ইসলাম জয়ের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক সংবাদ ও বাংলাদেশ প্রতিদিন’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন হোসেন ও সৌম্য সরকারকে পিটিয়ে গুরতর আহত করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীতে বিক্ষোভ ও মানববন্ধনে প্রিন্ট, ইলেক্টনিক্স মিডিয়া, অনলাইন এবং ভিডিও জার্নালিস্ট ও ফটো সাংবাদিকরা অংশগ্রহণ করে।

চ্যানেল টুয়েন্টিফোরের জুয়েল আহম্মেদের সঞ্চালনায় ও একুশে টিভি ও দৈনিক সংবাদের লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, এটিএন বাংলার প্রতিনিধি মাহবুবুল ইসলাম , ডিবিসি নিউজের নাজমুল ইসলাম নিশাত, ফটোজার্নালিস্ট মমিনুল ইসলাম রিপন, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম জয়ের নেতৃত্বে এবং তার সহযোগী রাসেল রানা ও মাহফুজ আহমেদ একত্রে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন হোসেন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকারকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও পুলিশকে জানিয়েও কোন কাজ হয়নি। সভায় ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসী জয় ও ক্যাডার বাহিনীকে গ্রেফতার করার আলটিমেটাম দেয়া হয় অন্যথায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয় সাংবাদিক নেতারা।

বেরোবি সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতার হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীর মানববন্ধন

 


সর্বশেষ সংবাদ