সোহরাওয়ার্দীতে আর্ট ক্লাবের প্রথম কমিটির নেতৃত্বে সুমাইয়া-প্রিয়া

সুমাইয়া আক্তার শিজা ও জান্নাতুল আরবি প্রিয়া
সুমাইয়া আক্তার শিজা ও জান্নাতুল আরবি প্রিয়া  © সংগৃহীত

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথমবারের মতো আর্ট ক্লাবের কমিটি প্রকাশিত হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিজা। সদস্যসচিব পদে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরবি প্রিয়া।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় এবং ছাত্র উপদেষ্টা জিহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আহবায়ক সুমাইয়া আক্তার শিজা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিল্প হলো হৃদয়ের ভাষা। আমাদের আবেগ, ভাবনা এবং উপলব্ধিকে রঙ, রেখা ও কল্পনার ছোঁয়ায় প্রকাশ করার এক অনন্য মাধ্যম হলো আর্ট। এ ক্লাব কেবল আঁকার জায়গা নয়, বরং এটি হবে ভাবনা বিনিময়ের, প্রতিভা বিকাশের ও শিল্পমুখী এক উন্মুক্ত প্ল্যাটফর্ম—যেখানে নবীন আর প্রবীণ একসঙ্গে এগিয়ে যাবে। সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন তনি।

আরো পড়ুন: ২১ বছর পর ভালোবাসার টানে বাংলাদেশি সাংবাদিকের কাছে ছুটে এলেন ডেনিশ নারী

সদস্যসচিব জান্নাতুল আরবি প্রিয়া বলেন, ছবি আঁকার মাধ্যমে একটি মানুষের চিন্তাশক্তি প্রকাশ পায়। আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে আবারো জাগিয়ে তোলার জন্য ছবি আঁকার গুরুত্ব অপরিসীম। আমাদের এ কমিটির মাধ্যমে নতুন অনেক আর্টিস্ট বের হয়ে আসবে এবং বেশি বেশি ছবি আঁকার মাধ্যমে মেধার বিকাশ ঘটবে।


সর্বশেষ সংবাদ