মার্চ ফর প্যালেস্টাইন
যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি দিল জবির শিক্ষক-শিক্ষার্থীরা
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০৭:৩০ PM

গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষে স্মারকলিপি প্রদান করেন তারা। কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসেন।
ড. বিলাল হোসেন বলেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ পুনঃপ্রতিষ্ঠাসহ সাত দফা দাবি নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে আরেকটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির স্মারকলিপির দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।’
শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘ইসরায়েল আবারও গাজায় নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছে—শিশু মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ। মানবতা আজ গাজার সঙ্গে কাঁদছে। আমাদের শোক, ক্ষোভ ও প্রতিবাদের ভাষাও যেন নিঃশেষ হয়ে গেছে।’
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক ড. আবু লায়েক, তারেক বিন আতিক, জবি শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন।