চবি উপাচার্য
সকলের সহযোগিতা পেলে এগিয়ে যাবে প্রতিবন্ধীরা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ০৫:৩১ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯, ০৮:৫০ PM
প্রতিবন্ধীরা মেধার সর্বোচ্চ কাজে লাগানোর সুযোগ পেলে সুস্থদের চেয়েও এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে চবি দক্ষিণ ক্যাম্পাস এলাকায় শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন কনসার্ন সার্ভিস ফর ডিসঅ্যাবল’র (সিএসডি) জন্য নির্মিত বিক্রয় কেন্দ্র ‘সংকল্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএসডি’র সভাপতি প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএসডি’র সহ-সভাপতি অরুণ দাশ গুপ্ত এবং শওকত হোসেন এফসিএ। স্বাগত বক্তব্য রাখেন সিএসডি’র সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ গুপ্ত। এছাড়াও অনুষ্ঠানে সিএসডি’র উপদেষ্টামন্ডলী, শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বেশি সুযোগ-সুবিধার আওতায় রয়েছে শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ড ও এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রজেক্টের আওতায় তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের একমাত্র এক্সেসিবল ই-লার্নিং সেন্টার। সেখানে শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পঠন-পাঠনের সুযোগ পাচ্ছে।
তিনি আরো বলেন, শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতোমধ্যে দেশজুড়ে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ বছরের যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে তাতে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেসকল ভবন নির্মাণ করা হবে সেগুলোতে প্রতিবন্ধীদের চলাফেরায় সহায়ক ব্যবস্থা রাখা হবে। উপাচার্য প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনসার্ন সার্ভিস ফর ডিসঅ্যাবলকে (সিএসডি) চবি দক্ষিণ ক্যাম্পাস এলাকায় প্রতিবন্ধীদের হাতে তৈরি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপনে জমি প্রদান করেন এবং বিএসআরএম গ্রুপের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়।