বুয়েটের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী শুরু

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দশম পুনর্মিলনী আজ শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পুনর্মিলনী উৎসব শুরু হচ্ছে। তবে এর আগেই পুরান ঢাকার আমেজে সকালের নাস্তা ও পিঠা ভোজের মাধ্যমে উৎসবে যুক্ত হতে শুরু করেছেন সাবেক ছাত্রছাত্রীরা। আজ দিনভর স্মৃতিচারণ, আলোচনা সভা, বৃত্তি প্রদান, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনে মেতে থাকবেন তাঁরা। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. প্রকৌশলী সাদিকুল ইসলাম জানান, পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করবেন বুয়েট অ্যালামনাই’র প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। 
তিনি বলেন, বুয়েটের শিক্ষাব্যবস্থা ও পরিকাঠামোর উন্নতি কর্মকান্ডে সহায়তা, অ্যালামনাইদের সামাজিক ও পেশাদারী জীবনের মান উন্নয়নে সহায়তা, শিক্ষার্থীদের গবেষণা এবং পাঠ্যক্রম বহির্ভূত উদ্যোগে সহায়তা, আর্থিক বিপর্যয়গ্রস্ত অ্যালামনাইদেরকে চিকিৎসার প্রয়োজনে অনুদান, প্রাসঙ্গিক জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে সেমিনার ও আলোচনা সভার আয়োজনসহ কয়েকটি বিষয়বস্তুকে কেন্দ্র করে বুয়েট অ্যালামনাই পরিচালিত হয়ে আসছে। 

অ্যালামনাই’র ভাইস প্রেসিডেন্ট মুনির উদ্দিন আহমেদ বলেন, পুনর্মিলনীতে পিঠা-পুলির প্রাতরাশ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর উদ্বোধনী আলোচনা পর্ব। দিনব্যাপী কার্যক্রমের মধ্যে আরও থাকছে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, পুতুল নাচ, মহিলাদের খেলাধুলা, র‌্যাফেল ড্র, স্নাতকদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন আকর্ষণীয় পর্ব। প্রায় ৪ হাজার বুয়েট স্নাতক ও তাদের পরিবারের সমাগমে সকাল-সন্ধ্যা মুখরিত থাকবে বুয়েট। এদিন বুয়েটের ১১টি বিভাগের সর্বশেষ স্নাতক পরীক্ষায় স্বর্ণ-পদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। 


সর্বশেষ সংবাদ