শেরপুর সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে শেরপুর সরকারি কলেজের শহিদ মাহবুব হলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহিদ মাহবুব হলের ডাইনিং রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হল সুপার আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন ও শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেন।
এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস। এ মাসের রহমত বরকত অন্যান্য মাসের তুলনায় বেশি। এ মাসটিতে প্রত্যেক মুসলমানের বেশি বেশি আমলের মাধ্যমে কাটানো উচিত। এ মাসের ইবাদতের সওয়াব অন্যান্য মাসের তুলনায় ৭০গুন বেশি। বক্তব্য শেষে কলেজ মসজিদের ইমামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিল।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

নিজের ছন্দ কেন গুরুত্বপূর্ণ ছিল, ব্যাখ্যা দিলেন লিটন

আগে ব্যাটিং না করা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা লিটনের
