অন্তর্বর্তী প্রশাসনের অধীনে সাত কলেজ, হেডকোয়ার্টার কোথায় হবে জানা গেল

সাত কলেজ
সাত কলেজ  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে আর থাকছে না রাজধানীর সরকারি সাত কলেজ। এর ফলে শিগগির ঢাবি ক্যাম্পাস থেকে সরে যাচ্ছে এসব কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও।

এদিকে, ঢাবি ক্যাম্পাস থেকে সরে যাওয়ার পর এসব কলেজের কার্যক্রম তদারকির জন্য একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োজিত করা হবে। সাতটি কলেজের মধ্যে একটির একজন অধ্যক্ষকে এই দায়িত্ব দেওয়া হবে, তার প্রতিষ্ঠান সাত কলেজের হেডকোয়ার্টার হবে।

আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 

নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সাত কলেজ কীভাবে পরিচালিত হবে তার জন্য ইউজিসি একটি রূপরেখা তৈরি করেছে। এই রূপরেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঢাবি থেকে সরল সাত কলেজের কার্যক্রম, নেতৃত্বে ইউজিসি-অধ্যক্ষ

রূপরেখা অনুসারে, একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ করা হবে, যিনি সাতটি কলেজের অধ্যক্ষদের একজন হবেন। নির্বাচিত কলেজের অধ্যক্ষ অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বও দেবেন।

এছাড়াও, সাতটি কলেজে সমন্বয় ডেস্ক স্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট অধ্যক্ষরা এই ডেস্কগুলো তদারকি করবেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে যাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে, তার প্রতিষ্ঠান সাত কলেজের হেডকোয়ার্টার হবে।

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, এ কলেজগুলোর সমন্বয়কদের নিয়ে ২৮টি টিম করা হয়েছে। এসব টিমের লিডারদের নিয়ে এই নাম দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ