বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাটগাঁইয়াদের মিলনমেলা

বেরোবিতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে
বেরোবিতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আঞ্চলিক ভাষায় স্মৃতিচারণ, গান, গল্প ও আড্ডায় জমে ওঠে এ মিলনমেলা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ সময় বেরোবির চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও রংপুরে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রংপুরে আসার অভিজ্ঞতা ও কাটানো সময়গুলো তুলে ধরেন। তারা রংপুর ও রংপুরের মানুষের প্রশংসা করেন। এ ছাড়া রংপুরে অবস্থানরত চট্টগ্রাম অঞ্চলের মানুষদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করারও পরিকল্পনা করেন।

এ সময় ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ‘রংপুর পোস্টিং হওয়ায় বেশি ডর লাগে, আইতে ন চাই। এডা আইয়ে এতিম অয়য়া গেলাম,কালচার মিলি ন পারে, খানা খাইয়ে শান্তি ন পাই,খতা খইয়া শান্তি ন পাই। পরে চাটগাইয়াদের সাথে দেখা হইয়ে অন্য রকম ভালো লাগে।’

berobi inner

বেরোবিতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে

বেরোবি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দীন বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ মিলনমেলা করতে পেরে আমরা খুবই আনন্দিত। সবার সহযোগিতায় আমরা এ অনুষ্ঠান করতে পেরেছি। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো হোক।’

অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে ভাতের সঙ্গে গরুর মাংস, বুটের ডাল ও গরুর নলার ঝোল পরিবেশন করা হয়।


সর্বশেষ সংবাদ