গুম হওয়া জবি ছাত্রদল নেতার সন্ধান চায় শিক্ষার্থীরা

জবিস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ আয়োজিত ইফতার মাহফিল
জবিস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ আয়োজিত ইফতার মাহফিল  © সংগৃহীত

২০১৩ সালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম রাসেলের সন্ধান চান শিক্ষার্থীরা। শনিবার (৮মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে শেরপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে এ দাবি জানান শিক্ষার্থীরা। 

শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক।  

সভাপতির বক্তব্যে ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেলের সন্ধান চাই। তাকে খোঁজে পেতে অন্তর্বর্তী সরকারের জোর দাবি জানাচ্ছি। আমাদের জেলার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাসেল ভাইকে আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহ যেন ভাইকে তার পরিবারের কাছে ফেরত দেয়। আমরা জানি না তিনি বেঁচে আছেন কিনা, যদি মারা যান তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন।’

আরো পড়ুন: ছাত্রদলের সাবেক সভাপতির হাত-পায়ের ‘রগ কেটে’ দিলেন বিএনপি নেতারা

তিনি আরো বলেন, ‘মানুষের জন্মস্থানের প্রতি আলাদা একটা টান থাকে, নিজের এলাকার কাউকে দেখলে এগিয়ে যায়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি। জীবনের পরবর্তী ধাপের জন্য একটি সুন্দর প্রস্তুতি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাব এজন্য পড়াশোনার বিকল্প নেই। স্বপ্ন থাকতে হবে বড়।’

অনুষ্ঠানে নিখোঁজ ছাত্রদল নেতার ছোট ভাই জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তানভীর বলেন, ‘গত ৯টি বছর যাবৎ আমার পরিবার বুক পেতে বসে আছে, পৃথিবীতে এর চেয়ে কষ্টের কিছু নেই । আমি এই বিশ্ববিদ্যালয় এসে ভাইয়ের দেখানো পথেই রাজনীতি করতেছি।’

তিনি আরো বলেন, ‘মাঝখানে শুনলাম ভারতে কয়েকজন বাংলাদেশির সন্ধান মিলেছে যারা বাংলাদেশ থেকে গুম হয়েছিল এই খবর শুনে আমরা আবার আশায় বুক বাধছি। একটা সুসংবাদের আশায় প্রতিটা দিন যন্ত্রণায় কাটাচ্ছি। বাংলাদেশে আর কোন দিন গুম খুনের রাজনীতি ফিরে না আসুক। আমি আমার ভাইয়ের জন্য দোয়া চায় আল্লাহ তাকে যেখানেই রাখুক ভালো রাখুক।’

প্রধান অতিথির বক্তব্যে ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক বলেন, ‘ঢাকা শহরে আমার এলাকার ছেলেমেয়ে দেখলেই আমি এগিয়ে যায়। তাদের পাশে দাঁড়াতে বললে আমি সেটা না করতে পারি না। এখানে এসে রাসেলের কথা শুনে আমি আবেগাপ্লুত হয়েছি। তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তার চেহারাটা মনে পড়ে। আমরা তার জন্য দোয়া করব।’ 

জানা যায়, গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেল শেরপুর জেলার নকলা উপজেলার মেধাবী ছাত্র। পিতা আমিনুল হক ও মাতা মজিদা খাতুন দম্পত্তির দ্বিতীয় সন্তান রাসেল। শেরপুর সরকারি কলেজ শেষ করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক থাকা অবস্থায়  ২০১৩ সালে ৪ ডিসেম্বর থেকে নিখোঁজ হন রাসেল। রাসেল তেজগাঁও অঞ্চলের নাখালপাড়ায় থাকতেন। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব-১ রাসেলকে উঠিয়ে নেয়। দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মিলেনি।


সর্বশেষ সংবাদ