ঢাবি অধিভুক্তি বাতিল হলে যেভাবে হবে সাত কলেজের ভর্তি প্রক্রিয়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬ PM

চলতি শিক্ষাবর্ষ (২০২৪-২৫) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাত কলেজে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, তারা শিগগিরই সাত কলেজ নিয়ে একটা রূপরেখা দেবেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন আগের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয়-সংলগ্ন সভাকক্ষে সভা শুরু হয়।
তিনি আরও বলেন, তাদের রূপরেখা অনুযায়ী সাত কলেজ নিয়ে একটা বডি হবে। নতুন এ বডির অধীনে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে চলতি শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিল প্রক্রিয়া শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের যে চলমান সেশনগুলো রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার দরজা খোলা আছে। এটার জন্য আরও কথা বলতে হবে। আমরা আলোচনার মাধ্যমে চলতি সেশনগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এ ছাড়া চলমান পরীক্ষাগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।’