ইবি শিক্ষার্থীকে মারধর
রূপসা-গড়াইয়ের সব বাস চলাচল আটকে দিয়েছেন শিক্ষার্থীরা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ PM
ঝিনাইদাহের কালীগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আসিফকে বাস থেকে নামিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলাচল করা রূপসা ও গড়াই পরিবহনের সকল বাস আটকে দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টা থেকে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকানো শুরু করেন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আসিফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি আজ বুধবার সকালে তার স্ত্রীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় গড়াই বাসে যশোরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। বাসের ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালান। এ সময় দ্রুত গতিতে গাড়ি না চালাতে একাধিকবার নিষেধ করলেও তা মানেনি। পরে এ নিয়ে আসিফের সাথে ড্রাইভার ও সুপারভাইজারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আসিফের গায়ে হাত তোলে। পরবর্তীতে আবার বাসটি ঝিনাইদহের কালীগঞ্জে পৌঁছালে বাস থামিয়ে স্থানীয় বাস মালিক ও শ্রমিকদের নিয়ে পুনরায় তাকে মারধর করে।
ইবি শিক্ষার্থী আসিফ বলেন, ‘আমার সাথে যে অন্যায় হয়েছে, এ ঘটনার বিচার চাই। কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলাচল করা বাসগুলোর বেপরোয়া গতির আধিপত্য রোধ করতে চাই। এছাড়াও পরিবহন শ্রমিকেরা যেন ভালোভাবে দেখে শুনে বাস চালায় সেই বিষয়টা নিশ্চিতের দাবি জানাই।’
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতোপূর্বে আমরা কুষ্টিয়া এবং ঝিনাইদহ উভয় জেলার মালিক ও শ্রমিক সমিতির সাথে বসেছিলাম। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দু’জনের মোবাইল নম্বারও দেওয়া হয়েছিল। আমার সাথে দুই জেলারই মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে কথা হয়েছে। তারা তাদের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছে এবং সবপক্ষের সাথে বসে বিষয়টি সমাধান করতে তারা এখানে আসবে বলে জানিয়েছে।’