জবিতে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

জবিতে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে আসেননি শিক্ষার্থী, বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাও
জবিতে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে আসেননি শিক্ষার্থী, বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাও  © টিডিসি

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ হস্তান্তরসহ তিনি দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকেই সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

এদিকে আগামীকাল বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে তাদের দাবি পূরণের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে দেখা যায় চারপাশে নীরব অবস্থা। বিশ্ববিদ্যালয়ে আসেনি তেমন কোনো শিক্ষার্থী। হচ্ছে না কোনো ক্লাস পরীক্ষাও।

আন্দোলনের সংগঠক এ কে এম রাকিব বলেন, ‘শাটডাউন কর্মসূচিতে সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। কিন্তু মেডিকেল সেন্টার, প্রশাসনিক কিছু কাজ চলবে। যদি বুধবার আমাদের দাবি পুরোপুরি না মানে আমরা আবার কঠোর কর্মসূচিতে যাব। আমরা বিন্দুমাত্র পিছনে হাটবো না আর।’

শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে। প্রয়োজনে বিশেষ বৈঠকের মাধ্যমে তা শেষ করতে হবে এবং ভিজ্যুয়ালি সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

JNU Inner

জবিতে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে আসেননি শিক্ষার্থী, বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাও

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যত দিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এর আগে গতকাল সোমবার প্রায় ৩২ ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন জবি শিক্ষার্থীরা৷ 

এদিন সকালেই জবির প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনেও (সাবেক বিবিএ ভবন) তালা দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: অনশন ভাঙার সিদ্ধান্ত জবি শিক্ষার্থীদের, থাকবে শাটডাউন কর্মসূচি

এদিকে পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা,ইতিহাস ও গণিত বিভাগের শিক্ষার্থীরাও ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এ সময় তারা বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।


সর্বশেষ সংবাদ