গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের তথ্য চেয়েছে কর্তৃপক্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গণঅভ্যুত্থানের সময় ১৫ জুলাই হতে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আহত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

বিভাগীয় চেয়ারম্যানদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আহত বা মারাত্মক আহত শিক্ষার্থীদের তথ্যাদি প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য যদি কোনো শিক্ষার্থী আহত বা মারাত্মক আহত হয়ে থাকেন, তাহলে তাদের তথ্য দিতে হবে। 

সেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত প্রমাণকসহ আবেদন সংযুক্ত ‘তথ্য ছক’ অনুযায়ী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

আরো পড়ুন: জবিতে শিক্ষার্থীদের অনশনে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে উস্কানির অভিযোগ

এর আগেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আহত বা মারাত্মক আহত শিক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছিল। তবে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এবং সিভিল সার্জন কর্তৃক প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এ পূর্ণাঙ্গ তথ্য আপলোডের নিমিত্তে সংযুক্ত ‘তথ্য ছক’ যথাসময়ে পূরণ করতে হবে বিধায় বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ