বগুড়া কী বৈষম্যহীন বাংলাদেশের বাইরে, প্রশ্ন উপাচার্য হাছানাত আলীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছর নানা ভাবে বৈষম্যের শিকার হয়েছেন বগুড়ার মানুষ। চাকরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা সড়কের উন্নয়ন হয়নি এক যুগেরও বেশি সময় ধরে। সেই বৈষম্য থেকে এখনো বের হতে পারেনি বগুড়া বলে মনে করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) এ অধ্যাপক।
ফেসবুক স্ট্যটাসে তিনি লিখেছেন, ‘১৮ বছর বঞ্চিত হয়েছি বগুড়া বাড়ি হবার কারণে; এখনও বঞ্চিত হতে হচ্ছে বগুড়া বাড়ি বলে। তাহলে বৈষম্যহীন বাংলাদেশের কি হবে?
অধ্যাপক হাছানাত আলীর এই পোস্টে প্রায় অর্ধশত মানুষ মন্তব্য করেছেন। যাদের অধিকাংশই ছিল বগুড়ার বৈষম্যকে কেন্দ্র করে।
আলী আরমান রকি লিখেছেন, ‘খুব দুঃখজনক স্যার। বগুড়াবাসীর সাথে বৈষম্য দূর হোক। দীর্ঘ প্রায় ১৫ বছর বৈষম্যের শিকার ছিলাম আমা বগুড়াবাসী। এখনও একই অবস্থা হলে বিষয়টি খুব হতাশাজনক।’
মাসুদ নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক। দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ছে না। চারদিক একটা চক্রের দখলে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে।’