বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি বাঙলা কলেজে গ্রাফিতি অঙ্কন

সরকারি বাঙলা কলেজের দেয়ালগুলোতে ফুটে উঠেছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
সরকারি বাঙলা কলেজের দেয়ালগুলোতে ফুটে উঠেছে জুলাই বিপ্লবের গ্রাফিতি  © টিডিসি

মহান  বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কলেজের ১৮ টি ডিপার্টমেন্টের শতাধিক শিক্ষার্থী। কলেজের দেয়ালগুলোতে আঁকা হয়েছে এই গ্রাফিতি।

অঙ্কিত চিত্রকর্মগুলোর মূল থিম চব্বিশ-এর জুলাই বিপ্লব, যা বাঙালি জাতির অভ্যুত্থান এবং স্বৈরাচার পতনের পূর্ব মুহূর্তের ইতিহাসকে তুলে ধরেছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) এই গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রদান করা হইয়েছে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মৃত্তিকাবিজ্ঞান বিভাগ। এ বিভাগের হয়ে  প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মো. রিফাত আরাফাত, আরোবী সিদ্দিকা, মোহাম্মদ তারেক, নুসরাত জাহান দিশি, এবং মো. আব্দুল্লাহ। 

কলেজের অধ্যক্ষ কামরুল হাসান এবং উপাধ্যক্ষ  মিটুল চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


সর্বশেষ সংবাদ