বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ বিএম কলেজ শিক্ষার্থীদের
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশ কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকায় সহযোগিতার ত্রাণ সংগ্রহের কাজ করছে বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সহায়তা নিয়ে আসছে মানুষজন।
শুক্রবার (২৩ আগস্ট) বিএম কলেজে গিয়ে দেখা যায়—ত্রাণ সংগ্রহের জন্য কলাভবন-২, মসজিদ গেট, জিরো পয়েন্ট এলাকায় গণ-ত্রাণ সংগ্রহ’ বুথ বসানো হয়েছে। এ সকল বুথে বন্যার্তদের সহায়তা করার জন্য জামা কাপড়সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ।
এসব ত্রাণ রাখা হচ্ছে কলাভবন-২ এর নিচ তলায় ১০২ নং কক্ষে ও ডিগ্রি হোস্টেলের রিডিং রুমে।সেখানে প্রতিটি পোশাক আলাদা করে প্যাকেজিং করা হচ্ছে। এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায়। অনেকে নগদ অর্থ সহায়তাও করছেন। সেসব টাকাও হিসাব করে সংরক্ষণ করে রাখা হচ্ছে।
আরও পড়ুন: বন্যার্তদের জন্য ঢাবি টিএসসি: এক দিনে সংগ্রহ নগদ ৮৬ লাখ টাকা ও ৩০ ট্রাক পরিমাণ খাবার ও পোশাক
বুথের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু হয়। আবার শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত কলেজের জিরো পয়েন্ট এলাকায় ত্রাণ সংগ্রহ করবেন বিএম কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও বন্যা কবলিত এলাকায় সহায়তা করার জন্য বরিশালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘ত্রাণ তহবিল বরিশাল’ নামে একটি টিম গঠন করা হয়েছে। এ টিমের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ত্রাণ পাঠাতে পারবেন আগ্রহীরা।