অবশেষে পদত্যাগ করলেন ডুয়েট উপাচার্য
- ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৪, ০৬:৪৪ PM
পদত্যাগ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডুয়েট প্রশাসন।
সোমবার (১২ই আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিজ্ঞপ্তিতে একাধিক ভুল থাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে এটি ভুয়া। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে, এসময় রেজিস্ট্রার অফিস এবং বিভিন্ন মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এবং অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য নিজেদের গাফিলতির বিষয়টি প্রকাশ করেন।
এছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। তবে এখনো পদত্যাগ করেননি প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ। এসময় শিক্ষার্থীরা জানান, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণসহ অন্যান্যদের পদত্যাগ পত্র এখনও হাতে পৌঁছায়নি তবে মৌখিকভাবে তারা পদত্যাগ করেছেন।
এর আগে, গত ২০২০ সালের ১৮ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. মো. হাবিবুর রহমান। এছাড়াও তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্যে ২৪ ঘন্টার দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। দুটি দাবি মেনে নিলেও ছাত্ররাজনীতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিলো, ভিসি, প্রো-ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ নিশ্চিত করতে হবে; যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে সব দায়িত্ব থেকে অপসারণ এবং চাকুরি থেকে অব্যাহতি দিতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে সব প্রকার ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি, ছায়া সংগঠন ও গ্রুপিং এবং সব আঞ্চলিক সংগঠন নিষিদ্ধ করতে হবে; সর্বশেষ সিন্ডিকেট অনুমোদিত সব নিয়োগপ্রাপ্তদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে এবং অবৈধ ও দলীয়ভাবে নিয়োগ প্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে।