ছাত্রলীগের ছোড়া গুলিতে ঢাকা কলেজ শিক্ষার্থীর দেহ ক্ষতবিক্ষত

  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্রলীগ-যুবলীগের ছোড়া ডজন খানেক গুলিতে দেহ ক্ষতবিক্ষত হয়েছে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর। রবিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর পিলখানার সামনে ভুক্তভোগী শিক্ষার্থীর উপর এ ঘটনাটি ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম ইমরান হোসাইন। তিনি ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। 

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমরান হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকাল ১০টা থেকে আমরা শান্তিপূর্ণভাবে সাইন্সল্যাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ২নং রোডের শেষের দিকে সীমান্ত স্কোয়ারের সামনে গেলে ছাত্রলীগ-যুবলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পিলখানার সামনের রাস্তা থেকে ছাত্রলীগে-যুবলীগ মেশিনগান থেকে গুলি ছুড়তে থাকে। আমি বিক্ষোভ মিছিলের সামনের সারিতে থাকায় আমার শরীরে ১২টি বুলেট লাগে। এরপর আমাকে সকলে ধরাধরি করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সরেজমিনে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ ঢাকা কলেজ শিক্ষার্থী ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তার পেট, হাত, পায়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে।


সর্বশেষ সংবাদ