তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ চলছে

  © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দিন আহমদ সরণীর একাধিক জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা তেজগাঁও শিল্প এলাকার একাধিক জায়গায় অবস্থান নেয়। তাঁরা লাঠিসোঁটা নিয়ে চেয়ার পেতে সেখানে পাহারায় থাকেন। বেলা ১টা ২০ মিনিটের দিকে পলিটেকনিক কলেজের দিক থেকে শত শত ছাত্র মিছিল নিয়ে আসে। এ সময় তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়াত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীরা পশ্চিমে নাখাল পাড়ার গলিতে ঢুকে যায়।

এ সময় তেজগাঁও শিল্প এলাকার অগ্রণী ব্যাংকের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে ভাঙচুর করা হয়। সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ