কোটা পুর্নবহালের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৫২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৪, ১০:৫৬ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা পুর্নবহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১নং গেটে গিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। হাতে পোস্টার আর মুখে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিক্ষোভকারীরা এ সময় ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করে। তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলও আমরা এখনো বৈষম্য শিকার হচ্ছি। আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল হোক, কোটা থাকুক, তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।