অড সিগনেচার শিল্পীর মৃত্যু, এমসি কলেজের প্রোগ্রাম চালিয়ে নিচ্ছেন স্থানীয়রা
জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’-এর শিল্পী আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক আবদুস সালামের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুরারিচাঁদ কলেজের (এমসি) অনুষ্ঠান আয়োজকরা। তবে স্থগিত হয়নি বিদায় অনুষ্ঠানের ওই কার্যক্রম। স্থানীয় শিল্পীদের দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান।
মুরারিচাঁদ কলেজ সূত্রে জানা গেছে, কলেজটির অডিটরিয়ামে এইচএসসি-২৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল আজ শনিবার (১১ মে)। এ অনুষ্ঠানে পার্মফর্ম করার কথা ছিল অড সিনেচার শিল্পীদের। তবে অনুষ্ঠানে যাওয়ার পথে নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্কের সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা।
এমসি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লবিব আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রোগ্রামটি এইচএসসি-২৪ ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছেন। অড ব্যান্ড সিগনেচারের ড্রাইভারসহ দুইজন মারা যাওয়ার কারণে ব্যান্ডের আসা বাদ হয়ে গেছে। তবে স্থানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠান চলছে।
আরও পড়ুন: কনসার্টে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল অড সিগনেচার গায়কের
আয়োজক কমিটির সভাপতি বিপ্রোজিত বলেন, আমরা বেশ কিছুদিন ধরে প্রোগ্রামটি আয়োজনের বিষয়ে কাজ করেছি। অড সিগনেচারকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা এ প্রোগ্রামে আসতে পারেননি। আসার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় আমরা মর্মাহত। তাদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে দোয়া-মাহফিলের আয়োজন রাখা হয়েছে। এছাড়া আমাদের আর কোনো স্লট খালি না থাকায় তাদের স্মরণে এ প্রোগ্রাম স্থগিত করার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হয়নি।
এর আগে, এদিন শনিবার (১১ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। অড সিগনেচারের সদস্য আহাসান তানভীর পিয়াল ও মাইক্রোবাসের চালক আবদুস সালাম নিহত হন। এ দুর্ঘটনায় সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭) ব্যান্ডের আরও তিন সদস্য গুরুতর আহত হন।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করি। এর আগেই আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। এর মধ্যে নিহত দুজনের লাশ ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।