রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল গার্ডকে মেরে রক্তাক্ত

আহত হল গার্ড
আহত হল গার্ড  © টিডিসি ফটো

ব্যক্তিগত বিবাদের জের ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলের গার্ডকে কর্তব্যরত অবস্থায় মেরে রক্তাক্ত করেছে শরিফুল নামের স্থানীয় এক যুবক। এ ঘটনায় উক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে কর্তব্যরত গার্ড লিটনকে মারধর করে উক্ত যুবক। 

এসময় শিক্ষার্থীরা প্রশাসনকে অবগত করলে যুবককে পুলিশের হাতে তুলে দেয় প্রশাসন। এছাড়াও গার্ডকে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানান, সকালে এক ব্যাক্তিকে গার্ড লিটন মামাকে বলছেন গেট থেকে বের হ। তোর সঙ্গে কথা আছে। এখানে ঝামেলা না করে ব্যক্তিগত বিষয়ে তাকে গার্ডের সাথে পরে কথা বলার জন্য আমরা সবাই বারান্দা থেকে বললেও পরবর্তীতে সে গার্ডকে মারধর করে রক্তাক্ত করে।

আহত নিরাপত্তাকর্মী লিটনের সাথে কথা বলে জানান যায়, কয়েক বছর আগে হাঁস পালন সক্রান্ত বিষয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা নেয়া হয় শরিফুলের কাছ থেকে। চুক্তি অনুযায়ী হাসের অর্ধেক খরচ উভয়পক্ষ বহন করার কথা থাকলেও অর্ধেক হাঁস মারা গেলে মৃত হাঁসবাবদ সকল টাকা শরিফুল দাবি করলে তাকে ৪ লাখ টাকা ফেরত দেয়া হয়। বাকি ২ লাখ ৭০ হাজার টাকা এপ্রিলের ১ তারিখে ফেরত দেয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত তারিখের পূর্বেই আমার কর্মস্থল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলের ভেতরে এসে আক্রমণ করে শরিফুল।

ঘটনা পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফখরুল ইসলাম। পরবর্তীতে সাংবাদিকদের তিনি জানান, আহত গার্ডকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং সে যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। উক্ত কর্মচারীর সাথে যুবকের ব্যক্তিগত ঝামেলা ছিল। এখানে বিশ্ববিদ্যালয়ের সাথে কোন সম্পর্ক নেই।


সর্বশেষ সংবাদ