ফল প্রকাশ হয়নি, নিয়োগ আবেদন করতে পারছেন না জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। এতে তারা নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ফাইনাল পরীক্ষা প্রায় তিন মাস আগে শেষ হলেও তারা এখনো ফল পাননি বলে জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে ভর্তির পর প্রায় ছয় বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনও কোর্সে শেষ করতে পারেননি। ডিগ্রি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা ২০২১ সালে হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারনে ২০২৩ সালে সেপ্টেম্বরে শুরু হয়।
তবে এখনো ফলাফল প্রকাশ হয়নি জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, অন্তত ৪৮টি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ চলমান রয়েছে। ফলাফল না পাওয়ায় তারা আবেদন করতে পারছেন না।
আরো পড়ুন: প্রিলির নতুন তারিখ নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে পিএসসি
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর ভাষ্য, পরীক্ষার ফল না পাওয়ায় তারা আবেদন করতে পারছেন না। এতে হতাশায় ভুগছেন। দ্রুত ফল প্রকাশের দাবি জানান তিনি।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদ ইকবাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইল ক্যম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করি চলতি মাসেই ফল প্রকাশ করা হবে। ফল আগামী সপ্তাহেই হয়ে যেতে পারে বলে জানান তিনি।