হাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ PM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে ৮ টায় প্রতিমা স্থাপন, ৮.৩০ টায় পূজা আরম্ভ, ৯.৩০ টায় অঞ্জলি প্রদান এবং ১১ টায় প্রসাদ বিতরণ করার মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষাৰ্থীরা দেবী সরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করেন। শিক্ষার্থীদের চাওয়া তারা যেন পরিপূর্ণভাবে বিদ্যা অর্জন করতে পারে এবং বিদ্যার আলোতে আলোকিত হতে পারে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন কমিটি২০২৪ এর আহ্বায়ক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, সদস্য সচিব কৃষ্ঞ চন্দ্র রায়, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রসিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং সনাতন ধর্মের শিক্ষকবৃন্দ।
এসময় উপাচার্য বলেন, ধর্মীয় শিক্ষা আমাদের সহনশীল হতে, ধৈর্যশীল হতে শেখায়, আমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে বৈশিষ্ট্য গুলি প্রয়োজন তা সব ধর্মেই খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করি এই পুজোর মাধ্যমে তোমাদের জ্ঞানের বিকাশ ঘটবে, যে উদ্দেশ্য নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো তা পূরণ করবে।
উল্লেখ্য, সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের রীতি অনুসারে সরস্বতী বিদ্যা, বানীও সুরের অধিষ্ঠাত্রী দেবী মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজঁহাসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন।