আইডিয়া কনটেস্টে প্রথম রানার্সআপ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পিউ সিএসই আইটি ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়। আইটি পেস্টের আইডিয়াথনে (আইডিয়া কনটেস্ট) বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬ টি সিলেক্টেড আইডিয়া চূড়ান্ত পর্বে প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়।

কন্টেস্টের চূড়ান্ত পর্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল Team_CSTU এর “Brain-Computer Interface for Neurological Bypass System Using ESP8266 and AD8232” শীর্ষক প্রস্তাবনাটি প্রথম রানার্স আপ হয়।

প্রস্তাবনাটি উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী এসএম তামিম আব্দুল্লাহ এবং মাহমুদুল হাসান এবং টিমের তত্ত্বাবধায়ক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আইসিটি বিভাগের শিক্ষক সোহেল রানা।

আইডিয়াথনে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, চট্টগ্রাম এর দল Team Aquasum।


সর্বশেষ সংবাদ