বাঁধন ঢাকা কলেজ ইউনিটের নেতৃত্বে নাজমুল-খালেদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২০ PM
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের কার্যনির্বাহী পরিষদ ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদ বিন ওয়ালিদ।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কলেজের লে. শেখ জামাল একাডেমিক ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বাঁধন, ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো. ওবায়দুল করিম নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাজী শাহজাহান, শাকিল সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. হাছিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাহিম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়েব আক্তার, কোষাধ্যক্ষ মো. হারুন শিমুল, দপ্তর সম্পাদক জাহেরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল রেজা, তথ্য ও বিষয়ক সম্পাদক ইমলাক হোসেন এবং নির্বাহী সম্পাদক আব্দুল লতিফ, ডনি বালা ভিক্টর, রিয়াদ হোসেন ও আতিক অর্পন। এছাড়াও গত কমিটির সভাপতি শাহাদাত হোসাইন দায়িত্ব পেয়েছেন জোনাল প্রতিনিধি হিসেবে।
অপরদিকে, শিক্ষক উপদেষ্টা ওবায়দুল করিম বলেন, গত ১ বছরে ৮০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছে বাঁধন, ঢাকা কলেজ ইউনিট। প্রতিবছর নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। তাদের মাধ্যমেই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ মানুষের জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়া সহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নতুন বছরের জন্য আজ কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাঁধনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্য শিক্ষক উপদেষ্টা মো. মুশফিকুর রহমান, মো. মাহমুদুল হাসান, সাবেক আহ্বায়ক মোতালেব হোসেন অন্তর, উপদেষ্টা মাসউদ হাসান, কাজী মতিউর রহমান, মোঃ সোহাগ, মিঠুন বসুসহ অন্যান্যরা।