চবিতে দ্বিতীয়বারের ভর্তিচ্ছুদের নম্বর কাটার পরিকল্পনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের নম্বর কাটা নিয়ে সভা ডেকেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় এ ও বি ইউনিটে আবেদনের যোগ্যতা গতবারের তুলনায় কমছে। এবার সিলেবাস পরিবর্তন করা হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষায়। ইউনিটটিতে বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা সবাই অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেবেন। তাই হিসাববিজ্ঞান কিংবা ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে কোনো প্রশ্ন রাখা হবে না। এ বিষয় নিয়েও আজ সভায় সিদ্ধান্ত হবে বলে জানা যায়। 

উল্লেখ্য ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 


সর্বশেষ সংবাদ