ফিলিপাইনে পড়ার সুযোগ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ০৫:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পোস্ট-গ্র্যাজুয়েটস ডিপ্লোমা (পিজিডি) এবং শর্ট কোর্সের শিক্ষার্থীরা ফিলিপাইনের মাউন্টেইন প্রোভিন্স স্টেট পলিটেকনিক কলেজে পড়ার সুযোগ পাবেন। আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার মানোন্নয়নে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি) আয়োজিত ৩৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ১৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান থাইল্যান্ডে যান।
সেখানে সিয়াম ইউনিভার্সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এই সফরে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্মেলনে ‘ইনিশিয়েটিভ ফর কোয়ালিটি হ্যায়ার এডুকেশন অব বাংলাদেশ: ন্যাশনাল ইউনিভার্সিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য ড. মশিউর রহমান। উপাচার্য তাঁর উপস্থাপনায় বাংলাদেশের উচ্চশিক্ষার স্বরূপ, গতি, প্রকৃতি, সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।
তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রসারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তিনি বাংলাদেশের শিক্ষার মান আন্তর্জাতিকীকরণের পাশাপাশি এশিয়া অঞ্চলের আন্তঃসম্পর্ক বাড়ানো, শিক্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো সমুন্নত করার আহ্বান জানান। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশ ও বিশ্বায়নের মূলধারায় আনার জন্য প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক জ্ঞানচর্চা ও পাঠদানে আরো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।