২৬ অক্টোবর ২০২৩, ২৩:৫২

জবির ছাত্রকল্যাণের পরিচালক পদে অধ্যাপক আল-আমিন

ড. জিএম আল আমিন  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিনকে নিযুক্ত করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জমানের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী ২ বছরের জন্য জবি উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ড. জি. এম. আল আমিন কে ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

এই বিষয়ে অধ্যাপক ড. জি. এম. আল বলেন, আমি আজ পরিচালক পদের অফিসের আদেশ পেয়েছি। রবিবার অফিসে গিয়ে কাজ শুরু করবো। এই দায়িত্ব পালন করতে হলে আমাকে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন হবে‌। আশাকরি শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীগণ  আমাকে সাহায্য করবেন। 

সার্বিক দায়িত্ব পালনে বিশেষ পরিকল্পনা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার এখন তেমন কোনো বিশেষ পরিকল্পনা নেই তবে দায়িত্ব পাওয়ার পর ধীরে ধীরে কাজ শিখবো এবং তা বাস্তবায়ন করবো। সাংবাদিকদের উদ্দেশে ড. আল আমিন গঠন মূলক সমালোচনার  পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পরামর্শ চেয়েছেন।

উল্লেখ্য, এরআগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ছাত্রকল্যাণের দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে তার নিয়োগটি বাতিল করা হয়।