০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৯

কর্মচারীদের উপহারসামগ্রী বিতরণ তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির

উপহারসামগ্রী বিতরণ  © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপহারসামগ্রী দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কলেজের শহিদ বরকত মিলনায়তনের সামনে শতাধিক কর্মচারীর মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাওসিফ মাইমুন। 

অনুষ্ঠানে অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, ‘সাংবাদিক সমিতির এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তারা নিজেদের গন্ডির বাইরেও কলেজের কর্মচারীদের দুঃখ কষ্টের কথা ভেবেছে এটা আমাদের জন্যও অনুপ্রেরণাদায়ক।’

আরও পড়ুন: সড়কে ঝরলো জাবির দুই শিক্ষার্থীর প্রাণ

অধ্যাপক মালেকা আক্তার বানু বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সবসময় মানুষের ভালো-মন্দ অনুভব করেন। আমাদের শিক্ষার্থীরা সাংবাদিকতার পাশাপাশি এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে অনেক ধন্যবাদ। 

উপহারসামগ্রী স্পন্সর করেন ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিচার্সের (এনবিইআর) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ এহসানুল আলম। তিনি অনলাইন নিউজ পোর্টাল সময় জার্নালের প্রধান উপদেষ্টা সম্পাদক।