নজরুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আসিফ ইকবাল
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ। সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে বিভাগটির চেয়ারম্যান আসিফ ইকবাল আরিফ বলেন, বিভাগীয় প্রধানের দায়িত্ব রুটিন দায়িত্ব। বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের যৌক্তিক মতামতের স্বার্থে কথা বলার সুযোগ থাকে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের ‘নিউক্লিয়াস’ স্বরুপ। আবারও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি আমি আমার দায়িত্ব পালন করতে পারবো।
প্রসঙ্গত, বিভাগটির সদ্য সাবেক বিভাগীয় প্রধান কে. এম. মাহমুদুল হক শিক্ষাছুটি নেওয়ার পর পদটি শূন্য হলে, নতুন বিভাগীয় প্রধান হিসেবে আসিফ ইকবাল আরিফকে দায়িত্ব দেওয়া হয়।