জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে ‘সিদ্ধান্তহীনতা’
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৫:৫৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ০৫:৫৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ভর্তি পরীক্ষা চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু করার ঘোষণা দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অন্যদিকে আগস্টের মাঝামাঝিতেও ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির তারিখ ও ঘোষণা করা হয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির তারিখ এখন পর্যন্ত অনিশ্চিত এবং কবে নাগাদ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কবে নাগাদ ক্লাস শুরু হব—এ নিয়ে শঙ্কা জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ৩ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ক্লাস আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কিন্তু এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি গুচ্ছ ভর্তি কমিটি।
এই বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, নতুন বর্ষের ক্লাস শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে, আমরা কবে থেকে ক্লাস শুরু করতে পারবো। গুচ্ছ ভর্তি কমিটি ক্লাস শুরুর বিষয়ে নির্দেশনা দিলে আমরা ক্লাস শুরু করবো। তাছাড়া আমাদের ভর্তি কার্যক্রম ও মাইগ্রেশন চলছে; আশা করছি দ্রুতই আমরা নতুন বর্ষের ক্লাস শুরু করতে পারবো।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, যেহেতু আমাদের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করছে সেহেতু আমাদেরও পিছিয়ে থাকা উচিত হবেনা। নির্দেশনা ছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের নতুন বর্ষের ক্লাস একসাথে শুরু হবে এবং সে তারিখ ছিল আজ ১৬ আগস্ট থেকে কিন্তু এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলেই আমরা মিটিং সম্পন্ন করে দ্রুতই ক্লাস শুরুর সিদ্ধান্ত নিব।