জবি থেকে দুই ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ০৩:০০ PM , আপডেট: ১১ জুলাই ২০১৮, ০৩:০০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- গণিত বিভাগের ১১তম ব্যাচের আবুল হোসেন পরাগ ও ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের নূরে আলম সিদ্দিকী। তারা দুইজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
জানা গেছে, সারাদেশে কোটা সংস্কারে দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। বিক্ষোভ মিছিলে জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের হামলার শিকার হন সাংবাদিকরা।
এ হামলায় জড়িত থাকার বিষয়টি প্রমাণ হওয়ায় পরাগ ও নূরে আলমকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলার ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে মুচলেকা নিয়ে সতর্ক করে দিয়েছে জবি প্রশাসন।
তারা হলেন- একাউন্টিং বিভাগের ৯ম ব্যাচের রিয়াজ, পদার্থ বিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের সাইমুম আবরার, ১২তম ব্যাচের জয়নুল আবেদিন, মনোবিজ্ঞান বিভাগের ১০ তম ব্যাচের কামরুল হাসান,রসায়ন বিভাগের সাইফুল্লাহ বিজয়, ১২ তম ব্যাচের সাগর, ১৩তম ব্যাচের আসিফ ও দর্শন বিভাগের ১২ তম ব্যাচের মাজু।
বহিষ্কারের বিষয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হামলার ঘটনাটি অনেক পর্যবেক্ষণ করে চূড়ান্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তারা যদি আবার এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।