সন্ধ্যার পর ক্যাম্পাসের বাইরে যেতে পারবেন না ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ঢাকা কলেজ
ঢাকা কলেজ  © ফাইল ছবি

সন্ধ্যার পর বিনা প্রয়োজনে কলেজ ক্যাম্পাসের বাইরে যেতে পারবেন না ঢাকা কলেজ শিক্ষাার্থীরা। বাহিরে অবস্থানের সময় শিক্ষার্থীদের আইডি কার্ড সাঙ্গে রাখার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

সোমবার (১৭) ঢাকা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রবাসে অবস্থানকারী ও সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের বাহিরে অর্থ্যাৎ মার্কেট, গলিতে বা অন্য কোনো স্থানে অযথা ঘুরাঘুরি করতে পারবে না।

আরও পড়ুন: ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানের মধ্যেই কলেজছাত্রকে হত্যা 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় কাজে কলেজ ক্যাম্পাসের বাহিরে অবস্থানকালে কলেজ আইডি কার্ড এবং ছাত্রাবাসের ছাত্রদের আইডি কার্ড সাথে রাখার নির্দেশ প্রদান করা হল।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই (রবিবার) রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। 


সর্বশেষ সংবাদ