১১ জুলাই ২০২৩, ১৯:৫১

বেরোবির সহকারী প্রক্টরের দায়িত্বে বেলাল উদ্দীন

সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন।

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এই নিয়োগ আদেশ ১১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন বেলাল উদ্দীন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। এর আগেও তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, সহকারী প্রভোস্টের দায়িত্বে ছিলেন।

আর পড়ুন: মেস ও ভাড়া বাসায় থাকেন বেরোবির ৮৮ শতাংশ শিক্ষার্থী

বেলাল উদ্দীন বর্তমানে বেরোবি প্রগতিশীল শিক্ষক সংগঠন নীল দলের সাধারাণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। এর আগেও তিনি দলটির সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য পদে দায়িত্ব পালন করেন।

হকারী অধ্যাপক বেলাল উদ্দীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ২০১০ সালে প্রথম বিভাগের সাথে অর্নাস ও ২০১১ সালে মাস্টার্স শেষ করেন। ২০১৪ সালের ১৩ অক্টোবর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।