পূর্ণাঙ্গ কমিটি হলে ইবি ছাত্রলীগ বাংলাদেশে মডেল হবে: ইনান
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মে ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ০৩ মে ২০২৩, ১২:১৬ AM
আগামী নির্বাচনে নৌকার নিরঙ্কুশ বিজয় অর্জনে ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন অনেক গুরুত্বপূর্ণ জানিয়ে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন কমিটি পূর্ণাঙ্গ হওয়ার মধ্য দিয়ে ইবি শাখা ছাত্রলীগ সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পরিচিত পাবে।
মঙ্গলবার (২ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে জীবনবৃত্তান্ত সংগ্রহ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ মন্তব্য করেন ।
তিনি বলেন, নীতি নৈতিকতা সম্পন্ন মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে নিয়ে আসবেন। তবে একটি বিষয় পরিষ্কার বলতে চাই কোনো বাজে অভিযোগে অভিযুক্ত কেউ যেন শাখা ছাত্রলীগের পদে না আসে।
এর আগে বেলা ১১ টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে জীবনবৃত্তান্ত নেওয়া শুরু করেন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। বেলা সোয়া তিনটায় জীবনবৃত্তান্ত নেওয়া শেষ হয়। এই সময়ের মধ্যে ২০১৩-১৪ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ২০৫ জন শিক্ষার্থী জীবনবৃত্তান্ত দেন।
এর মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে সর্বোচ্চ ৬৬ জন জমা দিয়েছেন। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বাদ পড়া কেউ জীবনবৃত্তান্ত জমা দিতে চাইলে আগামীকাল বুধবার পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে জমা দিতে পারবেন।
সর্বশেষ গত ২০২২ সালের ৩১ জুলাই ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সেই লক্ষ্যে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইফুল ইসলাম সভাপতি, অমিত কুমার দাস সাধারণ সম্পাদক থাকাকালীন ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পায় ইবি ছাত্রলীগ।