ঘুমের মধ্যেই চিরঘুমে জবির রাজু
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:২৪ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ AM
ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি দিয়ে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে তার মৃত্যু হয়। জবি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজু আহমেদের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানিয়েছেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি আজই ঢাকায় এসেছিল। বিকালে ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি উঠলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মমিন উদ্দীন এবং সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা তার পরিবারের সাথে হাসপাতালে আছেন। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।
এদিকে রাজু আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বন্ধুদের মহলের মাঝে।