রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

জামিউল হাসান
জামিউল হাসান  © ফাইল ছবি

জামিউল হাসান (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। বুকের ব্যথা নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ রামেকের মর্গে রাখা হয়েছে।

জামিউল হাসান রাবির ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের রফিকুল ইসলামের ছেলে। নগরীর ভদ্রা এলাকার একটি মেসে থাকতেন তিনি।

জামিউলের সহপাঠী সৌরভ বলেন, ‘শুনেছি, জামিউল দুইদিন ধরে অসুস্থ্য ছিলো। মূলত বুকে ব্যথা ছিলো। শুক্রবার সন্ধ্যায় এটা আরো বেড়ে যায়। জামিউল ওষুধও খাচ্ছিলো। কিন্তু বুকের ব্যথা না কমায় মেসের সবাই মিলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাই। খুব সম্ভবত সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।’

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি হাসপাতালে গিয়েছি। তার মৃত্যু কারণ জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি বুকে ব্যথার কারণে তার মৃত্যু হয়েছে। তবে আসলে কী ঘটেছে সেটা জানা যাবে ময়নাতদন্তের পর। তার পরিবারকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে রওনা দিয়েছেন, রাস্তায় আছে।’


সর্বশেষ সংবাদ