বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ১৯২ শিক্ষার্থী               

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ  © টিডিসি ফটো

বরিশালের আগৈলঝাড়ায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর ১৯২ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এ উপহার দেয়া হয়।

এসময় মো.সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ট্যাব দিচ্ছেন। যা দিয়ে তার ডিজিটালে কাজ করে আরো মেধাবী হতে পারে। কাজ শিখে তারা দেশের বড় বড় কোম্পানীসহ সরকারী চাকুরী করতে পারবেন।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদে মধ্যরাতে উত্তপ্ত যবিপ্রবি।

রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বিপ্লবী সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সাংবাদিক অজয় দাস গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, একাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটকসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ