জবির চার রোভারের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন

  © টিডিসি ফটো

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তর কর্তৃক প্রদানকৃত নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কাউন্সিলের ৫১তম বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করেন  রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো: আবদুল হামিদ। স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিবেদন অগ্নি নির্বাপণ, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আরও পড়ুন: স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের নেপথ্যে যা রয়েছে

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ২ জন রোভার 'নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' পেয়েছেন। তারা হলেন সিনিয়র রোভারমেট এস. এম. শাহাদাত হোসেন অনু ও রোভারমেট হিরা সুলতানা। 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' পেয়েছেন রহিমা আক্তার মিম ও মিলন সরকার। 

অ্যাওয়ার্ড পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র রোভারমেট এস. এম. শাহাদাত হোসেন অনু বলেন, স্কাউট থেকে স্বীকৃতি সবসময়ই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবো। সেইসাথে বাংলাদেশ স্কাউটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার কাজগুলোকে মূল্যায়ন করেছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের সিনিয়র রোভারমেট ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ প্রতিনিয়ত সেবামূলক কাজ করে দেশ ও সমাজের সেবা করে চলেছে। তারই ফলশ্রুতিতে এই অর্জন। আমরা রোভারিংয়ের মান উন্নয়ন নিয়ে কাজ করে চলেছি। ইনশাআল্লাহ সামনে আরও অনেকই এই ধরণের জাতীয় অর্জন পাবে। 

প্রসঙ্গত, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরের ধাপে কাজের ধারাবাহিকতায় নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মাননা হিসেবে 'প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ