নজরুল বিশ্ববিদ্যালয়ে রংপুর বিভাগীয় এসোসিয়েশনের নেতৃত্বে নাজমুল-কামরুল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সভাপতি হিসেবে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নাজমুল প্রামানিক এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে রংপুর ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশন।
বৃহস্পতিবার (২ মার্চ) রংপুর বিভাগের সব উপদেষ্টা ও শিক্ষার্থীর সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় কৃষি নিয়ে বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শেষ ৩০ মার্চ।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, আফসানা অনু, নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (সৌরভ), সুমন ইসলাম, সাজ্জাদ সাগর, রনজিৎ কুমার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার রাব্বী (প্রমিজ), মেহেদী হাসান (লিমন), আতিয়া শারমিলা (আঁখি), নরোত্তম পাল, আজমল হক ও দপ্তর সম্পাদক শাকিল বাবু প্রমুখ।
এছাড়া জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা ফয়সাল (পঞ্চগড়), জিহাদুজ্জামান জিসান (ঠাকুরগাঁও), সাকিব আহম্মেদ (দিনাজপুর), মমিনুল রহমান (নীলফামারী), মাহমুদ সরকার ঐশিক (রংপুর), সাগর কুমার সরকার (কুড়িগ্রাম), যায়িদ সাদ (লালমনিরহাট)।