০১ মার্চ ২০২৩, ১৮:৩৩

হাইকোর্টের নির্দেশে ইবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষকে প্রত্যাহার

অধ্যাপক ড. শামসুল আলম  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে নতুন প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান দ্যা ডেইল ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি, সে অনুযায়ী সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করেছি। তার স্থলে হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: এবার ছাত্রলীগ থেকে বহিষ্কার অন্তরাসহ ৫ নেতাকর্মী

এদিকে, দায়িত্ব অবহেলা এবং ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদে সহযোগিতার অভিযোগ এনে উচ্চ আদালত থেকে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশ দেন। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।