গুচ্ছে থাকবে কি না জবি, শেষ মূহুর্তে পিছিয়ে গেল সভার দিনক্ষণ
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৯ PM
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থাকছে কি না, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে এসে সভাটির দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একাডেমিক কাউন্সিলের বিশেষ এই সভাটি আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখে পুন:নির্ধারণ করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভা করার কথা ছিল। সভাটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্ত কিছু সমস্যার কারণে আজকে সভাটি পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারী নেওয়া হয়েছে৷
উল্লেখ্য, সম্প্রতি জবির শিক্ষকেরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাথেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্যকে জানিয়েছেন তারা।