১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫

ইবির সকল নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিয়োগ বোর্ডের প্রশ্ন ফাঁস সংক্রান্ত কয়েকটি ফোনালাপ ফাঁসের পর বিশ্ববিদ্যালয়টির সকল নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে ঠিক কি কারনে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে প্রশাসন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন মূলত কল রেকর্ড ফাসেঁর জেরেই বোর্ড স্থগিত করা হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলি হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০/০২/২০২৩ তারিখ সকাল ১০:০ টায় অনুষ্ঠিতব্য "মেডিক্যাল অফিসার পদের নিয়োগ নির্বাচনী বোর্ড, ২২/০২/২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের “প্রভাষক” পদের নিয়োগ নির্বাচনী বোর্ড এবং সকাল ১১:০০ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক" পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। উক্ত পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

আরো পড়ুন: ঢাবি ছাত্রীদের কান-মুখ খোলা রাখার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট

এদিকে এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ একাধিক কল রেকর্ড ফাঁস হয়েছে। ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুইটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পরপর পাঁচটি ফোনালাপের অডিও পোস্ট করা হয়।

এই ঘটনায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপাচার্যের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।