গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যেতে চায় না ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষক সমিতি। গুচ্ছ প্রক্রিয়ায় নানা অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ভোগান্তি এবং সংকটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, গুচ্ছ প্রক্রিয়ায় নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সভায় কার্যনির্বাহী সদস্যদের সকলেই নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। খুব দ্রুতই বিষয়টি চিঠি আকারে উপাচার্যকে জানানো হবে। এছাড়া সভায় শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় সিন্ধান্ত গ্রহণের জন্য উপাচার্যকে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতবছরের মত সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আজকের এই এজেন্ডাটায় সব শিক্ষকরা একমত পোষণ করেছেন। এখন পর্যন্ত শিক্ষকরা একাট্টা রয়েছেন। অ্যাকাডেমিক কাউন্সিল সভায় আমাদের সিদ্ধান্তের বিপক্ষে মত আসলে সব শিক্ষকের মতামত নেওয়ার জন্য দ্রুত সাধারণ সভা ডাকা হবে।

প্রসঙ্গত, গত বছরও নানা ভোগান্তির প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে 'অনড়' অবস্থান নিলেও পরবর্তীতে ‘শর্তসাপেক্ষে’ সিদ্ধান্ত পরিবর্তন করে।


সর্বশেষ সংবাদ