বেরোবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় বখাটেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাসুদ,ফারুক, স্বপনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ৯.২০ পর্যন্ত অন্তত পাঁচ বার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে বান্ধবিকে টিজ করা নিয়ে এক বহিরাগতের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এর রেশ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিরাগতরা আটক করে মারার হুমকি দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে ছাড়িয়ে আনতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে শুনে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।