বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে বাঙালির প্রতীক্ষার অবসান ঘটে: রবি উপাচার্য

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে বাঙালির প্রতীক্ষার অবসান ঘটে: রবি উপাচার্য
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে বাঙালির প্রতীক্ষার অবসান ঘটে: রবি উপাচার্য  © টিডিসি ফটো

স্বাধীন দেশে জাতির পিতার প্রত্যাবর্তন, উৎকণ্ঠিত বাঙালির প্রতীক্ষার অবসান বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন রবি উপাচার্য। 

প্রফেসর ড. শাহ্ আজম বলেন, একাত্তরের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় সূচিত হলেও বাঙ্গালী জাতির আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গিয়েছিল। ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার বাধ্য হয়ে মুক্তি দেওয়ার পর তিনি লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর পর আমরা বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ায় সে আনন্দ পূর্ণতা লাভ করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়িতে আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 


সর্বশেষ সংবাদ