জবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেব জাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেব জাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেক কেটে ও শীতবস্ত্র বিতরণসহ নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 
 
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি শুরু করেন তারা। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়গুলো

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছাত্রলীগকে শিক্ষার্থীদের কল্যাণে, তাদের নানা সংকট ও সমস্যা নিরসনে কাজ করে যাওয়ার আহবান জানান। 

এর আগে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তারা।


সর্বশেষ সংবাদ