খুবির চূড়ান্ত ভর্তির নিয়ম ও শর্তগুলো দেখে নিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:০০ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:০০ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জিএসটি গুচ্ছভর্তি পদ্ধতিতে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এর নিয়ম ও শর্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম থেকে ষষ্ঠ ডাক পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে যে সব শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি হয়েছেন, তাদেরকে আজে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবারের (২৯ ডিসেম্বর) মধ্যে সশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তির কার্য সম্পাদনের জন্য নিম্নলিখিত শর্তগুলি অনুসরণ করতে হবে-
১. পূর্বে বিজ্ঞাপিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চুড়ান্ত ভর্তির সময় ইতোপূর্বে প্রাথমিকভাবে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রমানক এবং প্রদেয় ৫ হাজার টাকা প্রদানের রসিদ সঙ্গে আনতে হবে।
আরো পড়ুন: খুবির চূড়ান্ত ভর্তি আজ থেকে, ফি সর্বোচ্চ ১৭ হাজার টাকা
২. ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষে এ, বি এবং সি ইউনিটের ভর্তি কার্যক্রম স্ব-স্ব ইউনিট প্রধান (ডিন) এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে । অর্থ্যাৎ এ ইউনিটের ভর্তি কার্যক্রম আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের (২ নম্বর একাডেমিক ভবন), জীব বিজ্ঞান স্কুলের ডিন অফিসে, বি ইউনিটের ভর্তি কার্যক্রম কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের (৩ নম্বর একাডেমিক ভবন) সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসে এবং সি ইউনিটের ভর্তি কার্যক্রম কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের (৩ নম্বর একাডেমিক ভবন) ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অফিসে হবে।
৩. ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষের সকল ভর্তি কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।