ইয়াস’র জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বরত পবিপ্রবির ৬ শিক্ষার্থী
বিশ্বব্যাপি কৃষি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ইয়াস (IAAS- International Association of Students in Agricultural and Related Sciences) এর ২০২২-২৩ সেশনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বোর্ড গঠিত হয়েছে। এতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ৬ শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দায়িত্বে মনোনীত হয়েছেন।
সম্প্রতি প্রকাশিত হওয়া ইয়াস বাংলাদেশের নতুন এই এক্সিকিউটিভ বোর্ড এবং কন্ট্রোল বোর্ডের ৮ সদস্যের মধ্যে এক্সিকিউটিভ বোর্ডে ২ জন এবং কন্ট্রোল বোর্ডে ১ জন সহ মোট ৩ জন পবিপ্রবিয়ান কাজ করার সুযোগ পেয়েছেন যারা বর্তমানে ইয়াস বাংলাদেশ পবিপ্রবির বিভিন্ন পদে দায়িত্বরত।
আরও পড়ুন: নিজেদের কার্যালয়েই তালা দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা
দায়িত্ব প্রাপ্তরা হলেন- ফারজানা ইয়াসমিন তিথি, হেড অব কন্ট্রোল বোর্ড,ইয়াস বাংলাদেশ। ডিরেক্টর, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি। এস. এম. রিয়াজ-উস সালেহীন, ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন, ইয়াস বাংলাদেশ। ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি। ফামিন জাহান ঐশী, ভাইস ডিরেক্টর অব এক্সচেঞ্জ কোওর্ডিনেটর ইয়াস বাংলাদেশ। কন্টেন্ট ডিজাইনার, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি।
এছাড়াও ইয়াস ওয়ার্ল্ডের কোয়ালিটি বোর্ডে কাজ করার সুযোগ পেয়েছেন ইয়াস-বাংলাদেশ পবিপ্রবি'র ৪ জন শিক্ষার্থী। তারা হলেন- উম্মে সাঈদা, গ্লোবাল ফাইন্যান্স অফিসার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইয়াস ওয়ার্ল্ড। সাবেক সেক্রেটারি অব প্রমোশন, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি। নাজনীন জাহান পুষ্পিতা, গ্লোবাল ইভেন্ট ডকুমেন্টার, ইয়াস ওয়ার্ল্ড। ইভেন্ট কোওর্ডিনেটর, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি। ফামিন জাহান ঐশী, গ্লোবাল এক্সপ্রো এডমিনিস্ট্রেশন অফিসার ইয়াস ওয়ার্ল্ড। কন্টেন্ট ডিজাইনার, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি। আতিক রাহাত রহমান, গ্লোবাল কন্টেন্ট রাইটার, ইয়াস ওয়ার্ল্ড। কন্টেন্ট রাইটার, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি।
আরও পড়ুন: রিকশায় বাসের ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর
ইয়াস ওয়ার্ল্ডের কোয়ালিটি বোর্ড মেম্বার, ফিনান্স অফিসার উম্মে সাইদা দ্যা ডেইলি ক্যাম্পাস-কে জানান, ইয়াস ওয়ার্ল্ডে সংযুক্ত থাকার ফলে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও প্রফেশনালদের সঙ্গে কাজ করে তাদের দৃষ্টিভঙ্গি, কৃষি, সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি একই সাথে প্রফেশনাল যোগ্যতা বৃদ্ধি এবং চর্চা করে কৃষিভিত্তিক শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও কৃষিভিত্তিক কাজ করার এক বড় মাধ্যম ইয়াস।
ন্যাশনাল কমিটির ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন এস. এম. রিয়াজ-উস-সালেহিন বলেন, কৃষি প্রযুক্তি ও গবেষণার উপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মননশীলতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ইয়াস। আমাদের নতুন এ বোর্ডের লক্ষ্য থাকবে আরও অধিক শিক্ষার্থীদের গবেষণা ও গুণগত কৃষি চর্চার দিকে আগ্রহী করে তোলা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান এবং ধারণার আদান-প্রদান প্রচার করা এবং সারা বিশ্বে কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া উন্নত করার লক্ষ্য নিয়ে ১৯৫৭ সালে তিউনিশে প্রতিষ্ঠিত হয় ইয়াস। বেলজিয়ামের লিউভেনে বর্তমানে এর সদর দপ্তর অবস্থিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়াস-বাংলাদেশ ইউনিট শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের কৃষি ও কৃষি সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নতিসাধন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
ইতোমধ্যে এগ্রিকালচার ডিপ্লোমেটিক সিম্পোজিয়াম, ক্যারিয়ার টক, রিসার্চ মেথোডলজি ট্রেইনিং, ক্যারিয়ার আড্ডা, স্কিলস আপ,স্কিল আওয়ারস এবং কৃষি বিষয়ক প্রোগ্রাম সহ অসংখ্য কম্পিটিশন প্রোগ্রাম আয়োজন করেছে ইয়াস-বাংলাদেশ পবিপ্রবি ইউনিট।
এছাড়াও বর্তমানে ইয়াস-বাংলাদেশ পবিপ্রবি'র সাবেক সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে এবং দেশ-বিদেশে তাদের যোগ্যতার ছাপ রেখে যাচ্ছেন। নতুন এ বোর্ডে মনোনীত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।